ব্রেকিং নিউজ :
বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য তুহিনের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ জীবাশ্ম জ্বালানি প্রকল্পে এডিবির বিনিয়োগ জলবায়ু সংকটকে তীব্র করছে: মোংলায় বক্তারা নাটোরের সিংড়ায় যানজট নিরসনে যানবাহনের লাইসেন্স প্রদান আজারবাইজানের সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে সম্মত প্রধান উপদেষ্টা স্বাধীন সাংবাদিকতা বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি : কাদের গনি চৌধুরী সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মেরিটাইম ইন্ডাস্ট্রিকে নিরাপদ ও ডিজিটাল করতে বিএসসিএল ও স্টারনুলার মধ্যে সমঝোতা স্বাক্ষর খালেদা জিয়ার জন্য প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স: পররাষ্ট্র উপদেষ্টা যেকোনো উৎসবকে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে রাখা জরুরি: বাংলা একাডেমির মহাপরিচালক সরকার দীপ্ত টিভির কার্যক্রম বন্ধ করেনি : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৮
  • ২৩৩৪৩৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও গৌরবোজ্জল ইতিহাসকে লিখিতরূপে ছাত্র-জনতার কাছে পৌঁছে দিতে আজ মঙ্গলবার রংপুর পাবলিক লাইব্রেরি হল রুমে ‘জুলাই স্মৃতিচারণ ও মোড়ক উন্মোচন’ অনুষ্ঠিত হয়। 

অপরাজিত-২৪ এর আয়োজনে অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের স্মরণে প্রকাশিত পত্রিকা ‘ছত্রিশ’ এর মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের ছোট বোন সুমি খাতুন, শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়'র মা সামসি আরা জামান, বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা বেগম, ‘কালের কন্ঠ’ রংপুরের জেলা ফটো সাংবাদিক গোলজার রহমান আদর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য পত্রিকা ‘সাইরেন’ এর উপদেষ্টা সালমান সিদ্দিকী, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক যুগেশ ত্রিপুরা। 

এ ছাড়াও বক্তব্য রাখেন অপরাজিত-২৪ এর উপদেষ্টা সাজু বাসফোর, সদস্য সচিব জয়, যুগ্ম আহ্বায়ক ওয়াসিব আহম্মেদ, সদস্য প্রণয় মহন্ত প্রমুখ।

এসময় বক্তারা বলেন, এই প্রকাশনায় জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের শহীদ আবু সাঈদ, প্রিয়সহ আরও শহীদ এবং সাহসী মানুষের লড়াই-সংগ্রামের গৌরবগাঁথা লিপিবদ্ধ করা হয়েছে। এর মধ্য দিয়ে ইতিহাস রক্ষা এবং পরবর্তী প্রজন্মকে লড়াইয়ের ইতিহাস জানানোর চেষ্টা করা হয়েছে। ইতিহাস সংরক্ষণ করে রাখা খুবই গুরুত্বপূর্ণ কাজ।

তারা জুলাই গণহত্যার দ্রুত বিচার দাবি করে বলেন, হত্যা মামলায় যেন কোনো হয়রানি, মামলা বাণিজ্য না হয়, তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্ব দিতে হবে। আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে  বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, দুর্নীতমুক্ত সুন্দর সমাজের যে স্বপ্ন আমরা দেখেছিলাম তা বাস্তবায়নে এখনও তরুণ-যুবকদের কাজ করতে হবে। প্রতিটি নাগরিক যেন তার অধিকার নিয়ে বাঁচে, কৃষক-শ্রমিকরা যেন তাদের শ্রমের ন্যায্যমূল্য ও মর্যাদা পায় সেলক্ষ্যে  সকলকে একযোগে কাজ করতে হবে।

তারা বলেন, সাম্প্রতিক সময়ে নারী-শিশু ধর্ষণ-নিপীড়নের ঘটনা ঘটেছে। এসবের বিরুদ্ধে রাষ্ট্রকে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। 

তারা শহীদ আবু সাঈদ, শহীদ তাহির জামান প্রিয়সহ অসংখ্য শহীদদের চেতনায় সকলকে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

পরিশেষে আয়োজকরা গণঅভ্যুত্থানের স্মরণে পত্রিকা ‘ছত্রিশ’ প্রকাশে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat