ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৫-০৩-২৮
  • ৩৫৪৫৫৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বর্তমানে  বাংলাদেশ যে সংবিধানের মধ্য দিয়ে চলছে, সেই সংবিধান দেশের মানুষের আকাঙ্ক্ষা ধারণ করেনা। সে কারণে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে বলে তিনি মন্তব্য করেছেন।

আজ শুক্রবার সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, বাংলাদেশকে যদি মেরামত করতে হয় তাহলে ২৪ এর জুলাই বিপ্লবের গণহত্যাকারী আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যক্তি এবং দল হিসেবে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে যে গণহত্যা হয়েছে তার বিচার বর্তমানে সবচাইতে কাঙ্ক্ষিত বিষয়। যদি এই গণহত্যার বিচার আমরা না করি তাহলে সময়ে সময়ে স্বৈরাচার, ফ্যাসিবাদী শক্তি দেশের রাষ্ট্র ক্ষমতাকে দখল করে এ দেশে আরেকবার গণহত্যা ও খুনের সুযোগ পাবে।

সামনের যে নির্বাচন হবে সেটি হতে হবে গণপরিষদ নির্বাচন। সেই নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিরা নতুন  সংবিধান উপহার দেবেন এবং তারাই সংসদ সদস্যের দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন,গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনকে এক করে দেখার কোনো অবকাশ নাই।

তিনি পিছিয়ে পড়া উত্তরাঞ্চলকে এগিয়ে নিতে ভবিষ্যতে তার দলের নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন।

আখতার হোসেন বলেন, ‘অতীতে উত্তরাঞ্চলের মানুষ সর্বক্ষেত্রে বঞ্চিত হয়েছে। সেই বঞ্চনা দূর করতে বিপ্লব পরবর্তী জাতীয় নগরিক পার্টি নতুন বন্দোবস্ত নিয়ে হাজির হয়েছে। আগামীতে বিচার কার্যের সুবিধার জন্য রংপুরে হাইকোর্টের আঞ্চলিক সেবা, শ্রমঘন শিল্পায়ানে বিশেষভাবে কাজ করার পাশাপাশি বেকারত্ব দূর করতে ভূমিকা রাখবে তার দল। এসময় নতুন বাংলাদেশ গড়তে উপস্থিত সবার সহযোগিতার পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির নয়া বন্দোবস্তের আহ্বান সর্বত্র পৌঁছে দিতে নিজ দলের নেতাকর্মীদের নির্দেশ দেন আখতার হোসেন।

ইফতার মাহফিলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, জেলা ও মহানগর বিএনপি জামায়াত, এবি পার্টি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক  সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও রংপুর বিভাগের নেতাকর্মীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat