ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৫-০৪-২২
  • ২৩৪৩৩১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে ফিজিবিলিটি স্টাডির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন পানি-সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ (মঙ্গলবার) যশোরের ভবদহ ২১ ভেন্ট স্লুইস গেট এলাকার পানি নিষ্কাশন পরিদর্শন পরবর্তী ভবদহ মহাবিদ্যালয় মাঠে এক প্রেস ব্রিফিংকালে উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, ভবদহ এলাকায় জলাবদ্ধতার স্থায়ী এবং টেকসই সমাধানে কাজ করছে সরকার। এলাকায় ২০ হাজার হেক্টর জমির আবাদ হয়। এ বছর আমরা প্রায় ১৭ হাজার হেক্টর জমি ধান চাষের আওতায় আনতে পেরেছি।

তিনি আরো বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করার চেষ্টা করছে। স্থানীয় জনগণের এবং বিশেষজ্ঞদের মতামতের আলোকে আমরা স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ শুরু করবো। 

উপদেষ্টা বলেন, চলতি বছরের বর্ষায় গেল বছরে বর্ষার মতো যেন দুর্ভোগ না হয় সে জন্য অন্তর্বর্তীকালীন কিছু কাজ আমরা হাতে নিয়েছি। 

তিনি বলেন, হরি, ভদ্রা ও আপারভদ্রা এই ৩টা নদী খননের কাজ আমরা দ্রুতই শুরু করে দেব। এটা বাংলাদেশ সেনাবাহিনী করবে। গত বর্ষার মতো পানি যেন আর না জমে সেজন্য বাংলাদেশ সেনাবাহিনী এ নদীগুলোর খননের কাজ শুরু করে দিবে। এ বছর আমরা আমডাঙ্গা খাল খননের কাজটা শুরু করে দেব।

তিনি জানান, কৃষকদের যাতে বাণিজ্যিক হারে সেচের জন্য বিল দিতে না হয় বিদ্যুৎ মন্ত্রণালয় সে ব্যবস্থা করেছিল। ফলে ৫ মাস পানির নিচে থাকা মানুষের অনেক সুবিধা হয়েছিল। 

উপদেষ্টা বলেন, এখানকার জলাবদ্ধতার সমস্যাটা একটা জাতীয় দুর্যোগ। জাতীয় এ দুর্যোগ মোকাবেলায় সকলকে নিয়ে কাজ করতে হবে। যারা ভুক্তভোগী তাদের সাথে কথা বলার প্রক্রিয়া এখনি  শুরু করতে হবে। বৃহত্তর জনগোষ্ঠী যে সমাধান দিবে আমরা সে সমাধানের পথেই যাবো। 

উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা আরও বলেন, অনিয়ম, দুর্নীতির তদন্ত আমরা শুরু করে দিয়েছি। পানি উন্নয়ন বোর্ডকে একটা কমিটি করে দেয়া হয়েছে। এতে প্রকল্প এলাকার জেলা প্রশাসকের একজন প্রতিনিধি, স্থানীয় জনগণের পক্ষে একজন, একজন ছাত্র প্রতিনিধি এবং একজন বাইরের বিশেষজ্ঞ থাকবে। তারা আমাদের প্রতিবেদন দিচ্ছেন, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ সময়, স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম,  প্রধান উপদেষ্টার  প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, কৃষি সচিব ড. এমদাদ উল্লাহ মিয়ান, বিজিবি'র মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম, বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ার (২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন), মেজর জেনারেল মাহমুদ হাসান উজ-জামান, খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, যশোর জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের খুলনা অঞ্চলের চিফ ইঞ্জিনিয়ার বিদ্যুৎ কুমার সাহা, পুলিশ সুপার রওনক জাহান, নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে নওয়াপাড়া সরকারি কলেজের সম্মেলন কক্ষে ভবদহ জলাবদ্ধতা সমস্যা ও এর সম্ভাব্য সমাধান বিষয়ে সেনাবাহিনীর ব্রিফিং অনুষ্ঠানে উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat