ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৮
  • ২৩৪৪৬২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেছেন, নতুন গবেষক সৃষ্টি এবং নানামুখী গবেষণার মাধ্যমে বাংলা ভাষা, সাহিত্য এবং জ্ঞানবিশ্বের আরও নানা বিষয়কে অতি সাম্প্রতিক চিন্তা ও উদ্ভাবনের আলোকে সমৃদ্ধ করা যায়।

তিনি বলেন, দেশের মেধাবী ও উদ্যমী তরুণরা যদি এই গবেষণা যথাযথভাবে সম্পন্ন করে তাহলে আমাদের গবেষণার মানদণ্ড নতুন উচ্চতা লাভ করবে।

বাংলা একাডেমি তার সুদীর্ঘ গবেষণা-ঐতিহ্যের ধারাবাহিকতায় এই গবেষণা-প্রবন্ধ প্রকল্পের আয়োজন করেছে বলে উল্লেখ করেন তিনি।

আজ বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে তিন মাস মেয়াদি গবেষণা-প্রবন্ধ প্রস্তাবের নির্বাচিত ৫০ জন গবেষণা-প্রবন্ধ প্রস্তাবকদের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মহাপরিচালক এসব কথা বলেন।

একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা বলেন, বাংলা একাডেমির এই গবেষণা-প্রকল্প দেশের সর্বস্তরের গবেষকদের মধ্যে বিপুল আলোড়ন তৈরি করেছে। চূড়ান্তভাবে নির্বাচিত গবেষকবৃন্দ তাদের নির্ধারিত গবেষণাকর্ম সুচারুরূপে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করবেন।

একাডেমির পরিচালক (চলতি দায়িত্ব) ড. সরকার আমিন বলেন, বাংলা একাডেমি মূলত গবেষণাধর্মী প্রতিষ্ঠান। নির্বাচিত গবেষকগণ নতুন ধারার গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যাবেন, বাংলা ভাষা এবং গবেষণাকে সমৃদ্ধি করবেন- এ আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপ-পরিচালক ড. সাইমন জাকারিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat