ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৫-১০-০১
  • ২৩৩৪৩৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের আনোয়ারায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক) বলেছেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে দেশকে এগিয়ে নিতে চাই। আমরা এমন 
একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে আগামীর প্রজন্ম শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে।

বুধবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের জয়কালী বাজার কচিকাঁচা পূজামণ্ডপ এবং রামকৃষ্ণ-সারদা সেবাশ্রম পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক-ই-আজম (বীর প্রতীক) বলেন, ধর্ম মত নির্বিশেষে বাঙালিরা বহু বছর ধরে দুর্গোৎসব উদ্‌যাপন করে আসছে। সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি দুর্গাপূজা হলেও, এটি সমাজের সবার জন্য একটি উৎসব। এবারের দুর্গোৎসব সুন্দরভাবে শেষপর্যায়ে এসেছে। আশা করছি তা শেষ পর্যন্ত সুন্দরভাবেই সম্পন্ন হবে।

তিনি আরো বলেন, ‘২৪-এর ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এ দেশে কোনো বৈষম্য থাকবে না, সবাই একসঙ্গে থাকবে।

পরিদর্শন শেষে তিনি হিন্দু সম্প্রদায়ের ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল পালিত, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা

(ইউএনও) তাহমিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি, পূজা উদ্‌যাপন পরিষদ আনোয়ারা শাখার সভাপতি সাগর মিত্র এবং সাধারণ সম্পাদক প্রদীপ ধর প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat