রাশিয়া বিশ্বকাপেই ট্রফি জেতার স্বপ্ন দেখছেন নেইমার
স্পোর্টস ডেস্ক:- লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে এতো মাতামাতির ভীড়েও নিজের জাত ঠিকই চিনিয়েছেন ব্রাজিল অধিনায়ক নেইমার। ২৫ বছরে পা দেয়া এই তারকা ফুটবলার সেই সময়ের মেসি-রোনাল্ডোদের চেয়ে অনেক বেশি উজ্জ্বল।
নেইমারের ট্রফি ক্যাবিনেটে এখন প্রায় প্রতিটা ট্রফিই আছে। খালি একটা জায়গাই খালি আছে। সেই অধরা বিশ্বকাপ। বিশ্বফুটবলের ঐতিহাসিক দেশ ব্রাজিল দীর্ঘদিন ধরে বিশ্বকাপের স্পর্শ ছাড়াই আছে।তাই রাশিয়া বিশ্বকাপেই ট্রফি জেতার স্বপ্ন দেখছেন নেইমার জুনিয়র।‘আমি এখন থেকেই ২০১৮ বিশ্বকাপ নিয়ে ভাবছি। আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। এখন থেকেই কল্পনা করছি সেই মুহূর্তটা, যখন আমরা বিশ্বচ্যাম্পিয়ন হব,’ বলছেন ব্রাজিলের পোস্টার বয়।‘ব্রাজিলের হয়ে খেলতে পারায় গর্ব হয়। আরও গোল করতে চাই। রেকর্ড বানাতে চাই। এখনও অনেক ট্রফি জেতা বাকি,’ বলছেন বার্সা মহাতারকা।