ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৭-০৩-১০
  • ৫৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়কত্ব করবেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল
স্পোর্টস ডেস্ক:- ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) টি২০ ক্রিকেটের দশম আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়কত্ব করবেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। আজ শুক্রবার কিংস ইলেভেন পাঞ্জাবের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
 
২০১৬ সালে নবম আসরের শুরু থেকেই কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়কত্ব করতে থাকেন দক্ষিণ আফ্রিকার মারমুখী ব্যাটসম্যান ডেভিড মিলার। ওই আসর শুরুর পর টানা পাঁচ ম্যাচ হারে মিলারের নেতৃত্বাধীন কিংস ইলেভেন পাঞ্জাব। ফলে ষষ্ঠ ম্যাচ থেকে দলের দায়িত্ব পান ওপেনার মুরালি বিজয়। তাতেও কোন উপকার হয়নি কিংস ইলেভেন পাঞ্জাবের। কারন পরের নয় ম্যাচে মাত্র ৪টি জয় পায় তারা। ফলে ১৪ খেলায় ৪ জয় ও ১০ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে আসর শেষ করে কিংস ইলেভেন পাঞ্জাব।তাই আইপিএলের দশম আসরে নতুন অধিনায়ক বেছে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। দলের মারকুটে ব্যাটসম্যান ম্যাক্সওয়েল পেয়েছেন অধিনায়ত্বের দায়িত্ব। দায়িত্ব পেয়ে বেশ উচ্ছসিত ম্যাক্সওয়েল। এটিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি, ‘আইপিএলের মতো বড় আসরে অধিনায়কত্ব পাওয়া অনেক বড় চ্যালেঞ্জ। আশা করছি দলকে ভালোভাবে নেতৃত্ব দিতে পারবো। দলকে সাফল্যের ধারায় নিতে আসতে সক্ষম হবো। এমন দায়িত্ব পেয়ে আমি অনেক বেশি খুশী।’গেল আসরে ১১ ম্যাচে ১৭৯ রান করেছিলেন ম্যাক্সওয়েল। শেষ দুই আসরে ২২ ম্যাচে তার ব্যাট থেকে আসে ৩২৪ রান। তবে ২০১৪ সালে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন ম্যাক্সওয়েল। ৫৫২ রান করেছিলেন তিনি। তার ব্যাটিং নৈপুণ্যে ওই আসরে ফাইনালে উঠেছিলো কিংস ইলেভেন পাঞ্জাব। কিন্তু ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয় কিংস ইলেভেন পাঞ্জাব। হিন্দুস্তান টাইমস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat