দিনাজপুরে অগ্নিকান্ডে ৬ লাখ টাকার মালামাল ভুষ্মিভুত

আবু বকর সিদ্দিক, দিনাজপুর সংবাদদাতা :-
দিনাজপুরে অগ্নিকান্ডে ৩টি দোকানের প্রায় ৬ লক্ষ টাকার মালামাল ভুষ্মিভুত হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাহাদুরবাজার নামক স্থানে এনামুল হকের হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তে তা পাশের পান ও বীজের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ৩টি দোকানের ৬ লক্ষ টাকার মালামাল ভুষ্মিভুত হয়। ঠাকুরগাঁওয়ের ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভায়। পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জুয়েলুর রহমান জুয়েল জানান, অগ্নিকান্ডে কেউ হতাহত হয়নি।