চিত্রশিল্পী মুর্তজা বশীরের স্ত্রী আমিনা বশীর আর নেই

নিজস্ব প্রতিনিধি:-
চিত্রশিল্পী মুর্তজা বশীরের স্ত্রী আমিনা বশীর আর নেই।আজ শনিবার সকাল ৬টা ৫০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় আমিনা মারা যান।
মুর্তজা বশীরের মেয়ে মুনীরা বশীর বলেন, ‘মা আর নেই। কী বেদনার কথা দেখুন। একই হাসপাতালের হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন আমার বাবা শিল্পী মুর্তজা বশীর। তবে অসুস্থতা থাকা সত্ত্বেও বাবাকে রিলিজ নিয়ে যাচ্ছি।’মুনীরা জানান, শ্বাসকষ্টজনিত কারণে মুর্তজা বশীর ভারতীয় চিকিৎসক ড. চন্দ্র প্রকাশের চিকিৎসাধীনে ছিলেন।ভাষাবিজ্ঞানী পণ্ডিত ড. মুহম্মদ শহীদুল্লাহর ছেলে মুর্তজা বশীর। তিনি একাধারে ভাষাসৈনিক, চিত্রকর, শিক্ষক, কবি, চলচ্চিত্র নির্মাতা, শিল্প নির্দেশক, গবেষক ও মুদ্রা বিশারদ।