রাজধানীর কারওয়ান বাজার এলাকায় প্রজাপতি গুহার কাছ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:-
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় প্রজাপতি গুহার কাছে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকাল পৌনে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
তেজগাঁও থানার এসআই মোসাররেফ জানান, আমরা লাশ উদ্ধার করার পর তাৎক্ষণিকভাবে তার কোনও পরিচয় পাইনি। তবে আশপাশের লোকজন জানিয়েছেন, আন্ডারপাসের পাশে বসে ওই ব্যক্তিকে ভিক্ষা করতে দেখা গেছে। মৃত ব্যক্তির কোনও পরিচয় না পাওয়ায় বেলা ১১টার দিকে লাশ আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।