প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলেও দেশে খাদ্য সংকট কিংবা বিপর্যয় সৃষ্টি হবে না : খাদ্যমন্ত্রী

আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি :-
খাদ্যমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম বুধবার দিনাজপুরে বলেছেন, হাওর অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগে বোরো আবাদের ক্ষতি হয়েছে। ব্লাষ্ট রোগ ও অতিবৃষ্টির ফলে ফসলের ক্ষতি হলেও দেশে খাদ্য সংকট কিংবা বিপর্যয় সৃষ্টি হবে না। কিছু ব্যবসায়ী কৃত্রিম খাদ্য সংকটের অপচেষ্টা চালাচ্ছেন। দেশের স্বার্থে নেতিবাচক সংবাদ পরিবেশনে বিরত থাকতে হবে।
বুধবার সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে খাদ্য সংগ্রহ বিষয়ক মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী এ্যাডঃ কামরুল ইসলাম একথা বলেন। তিনি বলেন, হাওর অঞ্চলে খাদ্য নষ্ট হয়েছে ৬ লাখ মে.টন ও ব্লাষ্ট রোগে আরও ৬ লাখ মে.টন খাদ্য নষ্ট হয়েছে। এরপরেও দেশে কোন খাদ্য সংকট হবে না। কৃষকদের কষ্ট লাঘব করতে আর্ন্তজাতিক বাজার থেকে চাল ক্রয় করা হবে। জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসান ও রংপুর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রায়হানুল কবির। সভায় চেম্বার, চালকল মালিক গ্রুপসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে জেলার ৫১ জন চালকল মালিক বোরো চাল সরবরাহের জন্য খাদ্য বিভাগের সাথে চুক্তি স্বাক্ষর করেন।
দিনাজপুরে র্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি :-
১৭৫ পিস ইয়াবাসহ র্যাব বুধবার দিনাজপুরে ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বুধবার দুপুর ১টায় দিনাজপুর শহরের সরকারী কলেজ মোড়ে অভিযান চালিয়ে ১৭৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ সাদিক রায়হান পরাগকে আটক করেছে। র্যাবের দিনাজপুর ক্যাম্পের মেজর তালুকদার নাজমুছ সাকিব ও সিনিয়র এএসপি মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
আটক মাদক ব্যবসায়ী পরাগ শহরের বালুয়াডাঙ্গা মহল্লার এবিএম হলিমুর রশিদের পুত্র। কোতয়ালী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
দিনাজপুরে পুলিশী অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরের ৪ সদস্য আটক ১১টি মোটরসাইকেল উদ্ধার
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি :-
দিনাজপুরে পুলিশী অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোরের ৪ সদস্যকে আটক করে তাদের নিকট থেকে চুরি হয়ে যাওয়া ১১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এব্যাপারে চিরিরবন্দর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
বুধবার বিকেল ৫টায় দিনাজপুর পুলিশ লাইনস অডিটরিয়ামে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ জানান, জেলায় চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধার ও সংঘবদ্ধ মোটরসাইকেল চোরদের আটক করতে তার নেতৃত্বে পুলিশের একটি অভিযান টিম গঠন করা হয়। ১৩ সদস্যের টিম ১ মাস যাবৎ জেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনাগুলো শনাক্ত করে চোরদের আটক ও চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে অনুসন্ধান শুরু করে। সূত্রটি জানায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে জেলার চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর ইছামতি কলেজের মাঠে মোটরসাইকেল চোরেরা চুরি করে নিয়ে যাওয়া মোটরসাইকেল বিক্রি করার সময় পুলিশ অভিযান চালিয়ে ২ চোরকে ৪টি মোটরসাইকেলসহ আটক করে। আটক ২ চোর চিরিরবন্দর উপজেলার নশরতপুর গ্রামের জহুরুল হকের পুত্র আনারুল হক (২৮) ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বেলদহিল গ্রামের জাকিরুল ইসলামের পুত্র হাফিজুল ইসলাম (২১) এর দেয়া তথ্য অনুযায়ী রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার একাধিক স্থানে মোটরসাইকেল চোরদের আটক ও চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশ অভিযান চালায়। এসময়ের মধ্যে অভিযান চালিয়ে রানীরবন্দর বাজার থেকে মোটরসাইকেল চোর চিরিরবন্দর উপজেলার সাতনালা গ্রামের লুৎফর রহমানের পুত্র মোস্তাফিজুর রহমান @ বলিউড বাবু (৩১) ও সৈয়দপুর বাঙ্গালীপাড়া এলাকা থেকে নীলফামারী সদর উপজেলার ডাকবাংলা এলাকার মনসুর আলীর পুত্র মঞ্জুরুল আলম @ ছোটন (২৯)কে আটক করা হয়। আটক আসামীদের নিকট থেকে আরো ৭টি মোটরসাইকেলসহ মোট ১১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেল ও আটক ৪ জন আসামীকে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় চিরিরবন্দর থানায় সোপর্দ করে এসআই মতিউর রহমান বাদী হয়ে সংঘবদ্ধ চোরদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। যার থানার মামলা নং ৯, তারিখ ১৭.৫.১৭। উদ্ধারকৃত মোটরসাইকেল ও আটক ৪ সংঘবদ্ধ চোর থানা পুলিশের হেফাজতে রয়েছে। মামলাটি দিনাজপুর ডিবি পুলিশ পরিদর্শক মোঃ ইকবাল হোসেনকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তিনি জানান, আটক ৪ আসামীকে বুধবার রাতে দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।
দিনাজপুরে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস পালিত
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি :-
বুধবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে বিশ্বটেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে (২) ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মেহেদী ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম। বক্তব্য রাখেন ডীন মো. আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক মো. জামিল সুলতান, অধ্যাপক আদিবা মাহজাবীন নিতু এবং শিক্ষার্থী রিপন। উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, আধুনিক যোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থা মানুষের জীবনযাত্রাকে সহজ ও আরামদায়ক করছে। জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি জিডিপির প্রবৃদ্ধি নতুন কর্মসংস্থান সৃষ্টিসহ নানা ক্ষেত্রে টেলিযোগাযোগ অবদান রাখছে।
দিনাজপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি :-
শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার দিনাজপুরে নানা কর্মসূচী পালিত হয়েছে।
আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার সকালে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে আর্ত মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান কর্মসুচী পালিত হয়। বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় প্রক্টর অধ্যাপক খালিদ হোসেন, অধ্যাপক তরিকুল ইসলাম, অধ্যাপক বিকাশ চন্দ্র রায়, রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্রের আহ্বায়ক বজলুল হক, সদস্য সচিব আকরাম আলী খান, নির্বাহী সদস্য মোঃ আলাউদ্দীন ও কামরুল হুদা হেলাল এবং ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম, মোস্তফা তারেক চৌধুরী, পলাশ চন্দ্র রায়, আশরাফুল আলম, রবিউল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, রুবেল ও পার্থ বক্তব্য রাখেন। এর আগে ক্যাম্পাসে এক আনন্দ র্যালী বের হয়।
সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সহ-সভাপতি বজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা মোঃ আলাউদ্দীন, ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল ও শাহ রফিকুল ইসলাম। পরে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।