সাভারে এক গার্মেন্টস শ্রমিককে গণধর্ষণের অভিযোগে চার ধর্ষণকারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি:-
সাভারে এক গার্মেন্টস শ্রমিককে গণধর্ষণের অভিযোগে চার ধর্ষণকারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে সাভার বাজার বাসস্ট্যান্ড ও হেমায়েতপুর পদ্মার মোড় এলাকা থেকে তাদেরকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার সাভারের হেমায়েতপুর জনতা হাউজিংয়ের রিতার বাড়িতে এক গার্মেন্টস শ্রমিককে গণধর্ষণ করে বখাটে চার যুবক। ভোর রাতে ধর্ষণকারীর মূল হোতা রাকিবকে (২৭) সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে ও হেমায়েতপুর এলাকার একটি বাড়ি থেকে ধর্ষণকারী রাজু আহমেদ (২৬), ফয়সাল (২৩) ও মুন্নাকে আটক করা হয়। এছাড়া ধর্ষণে সহায়তাকারী পলাশ নামে এক যুবককে হেমায়েতপুর এলাকা থেকে আটক করা হয়। আটক ধর্ষণকারীদের বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে।
দুপুরে আটকদের আদালতে পাঠানো হবে বলে জানান সাভার মডেল থানার এসআই শাসছুল আলম সুমন।