অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগে বিএএফ শাহীন কলেজের শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:-
ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগে রাজধানীর বিএএফ শাহীন কলেজের এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। শিক্ষকের নাম গোলাম কিবরিয়া, তিনি বিএএফ কলেজের বাণিজ্য বিভাগে শিক্ষকতা করেন।
বুধবার গভীর রাতে তেজগাঁওয়ের আরজতপাড়ার ৬৬৩, শাহীনবাগের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘অভিযোগ রয়েছে ঐ শিক্ষক, ছাত্রদের বাসায় ডেকে এনে অনৈতিক সম্পর্ক স্থাপন করেন। বিএএফ শাহীন কলেজের সোহানুর রহমান নামের এক শিক্ষার্থী থানায় মামরা দায়ের করে। ঐ মামলায় শিক্ষককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডেরে আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।’