চীনের লিয়াওনিং প্রদেশের দলিয়ানে শুক্রবার নর্দমার ময়লা পরিষ্কার করার সময় আটজনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: – চীনের লিয়াওনিং প্রদেশের দলিয়ানে শুক্রবার নর্দমার ময়লা পরিষ্কার করার সময় আটজনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া এ খবর প্রকাশ করেছে।
জেলার পার্টি কমিটির প্রেস অফিসের এক বিবৃতিতে বলা হয়, লুশুনকো জেলার লংতো কমিউনিটির ইয়ানচেং গ্রামে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নর্দমায় বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হতে পারে। তবে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।