মুখরিত চট্টগ্রাম বাসী আইয়ুব বাচ্চুর গিটারের জাদুতে
বিনোদন ডেস্ক:- মঞ্চে এসে আইয়ুব বাচ্চু বললেন, ‘আঁরা চাটগাঁইয়া ফোয়া মাডিত পইরলি লোয়া’। তুমুল হর্ষধ্বনি আর করতালিতে মুখর চারপাশ। এরপর ‘এখন অনেক রাত/ খোলা আকাশের নিচে’। তবে গাইলেন না, শুধু গিটারে বাজালেন আইয়ুব বাচ্চু।
গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লু বে ভিউ চিটাগাংয়ের মোহনা মিলনায়তনে রবি-এয়ারটেল ইয়োন্ডার মিউজিক আয়োজন করে আইয়ুব বাচ্চুর ইনস্ট্রুমেন্টাল শো ‘নাউ অ্যান্ড দেন’। গানের ফাঁকে চলে আলোচনা আর স্মৃতিচারণ। অনেক বছর আগে চট্টগ্রামে যাদের সঙ্গে ব্যান্ডের শুরু করেছিলেন, তারা মঞ্চে আইয়ুব বাচ্চুকে শুভেচ্ছা জানান। আইয়ুব বাচ্চুর এই অনুষ্ঠানে সঙ্গে ছিলেন তার স্ত্রী ও সন্তানেরা।