ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৭-০৫-২২
  • ৫৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য জাতীয় পার্টি প্রস্তুত : হুসেইন মুহম্মদ এরশাদ
নিজস্ব প্রতিনিধি: – জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি এখন রাজনীতিতে বড় ফ্যাক্টর। আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য জাতীয় পার্টি প্রস্তুত। আমরা এখন ৩০০ আসনে প্রার্থী দেয়ার চেষ্টা করছি। মানুষের ভালোবাসা আছে, সরকারও গঠন করবে জাতীয় পার্টি। সোমবার বিকেলে রাজশাহী মহানগর জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।তিনি বলেন, অনেক নির্যাতন করা হয়েছে আমাদেরকে। নিঃশেষ করে দেয়ার চেষ্টা হয়েছে। অনেক ঝড় গেছে। কিন্তু এখনো কর্মীরা আমাদের ছেড়ে যায়নি। আমরা বেঁচে আছি। এখন জাতীয় পার্টি ইজ অ্যা বিগ ফ্যাক্টর ইন পলিটিক্স।রাজশাহীর উন্নয়নে জাতীয় পার্টির অবদান আছে উল্লেখ করে এরশাদ বলেন, রাজশাহীর সব উপজেলা আমি করেছি। এখন মানুষ সুফল ভোগ করছে। আজ এয়ারপোর্টে নামলাম। এই এয়ারপোর্ট আমার করা। এখনও নাম লেখা আছে। কেউ মুছে নাই। রংপুরে করি নাই। রাজশাহীতে করেছি। চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ ছিল না। আমি বিদ্যুৎ দিয়েছি। আলোকিত করেছি। এ অবদান জাতীয় পার্টির।সাবেক এই রাষ্ট্রপতি বলেন, কিছুদিন আগে বিএনপি ভিশন দিয়েছে। অনেক আগেই আমরা ভিশন দিয়েছি। আমরা বলেছি- প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করতে হবে। নির্বাচন পদ্ধতির পরিবর্তন করতে হবে। যেভাবেই নির্বাচন করেন না কেন, প্রত্যেকটা নির্বাচন বিতর্কিত। উপজেলা চেয়ারম্যানদের হাতে সব ক্ষমতা দিতে হবে।দেশে এখন বিচারহীনতা চলছে অভিযোগ করে এরশাদ বলেন, প্রতিদিন খবরের কাগজ খুললেই দেখি-মানুষ গুম হয়েছে। ধর্ষণ আমাদের জাতীয় ক্রীড়া হয়ে গেছে। কাগজ খুললেই ধর্ষণ। কারণ কী? আমরা তো এমন ছিলাম না, মহিলাদের আমরা সমীহ করতাম, সম্মান করতাম। এখন এ অবস্থা সৃষ্টির কারণ কী? বিচারহীনতা। তারা জানে, ধর্ষণ করলে বিচার হবে না।রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া এলাকায় শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম চত্বরে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার।বিশেষ অতিথি ছিলেন- পার্টির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতি, মজিবর রহমান সেন্টু, সুনীল শুভ রায়, কাজী ফিরোজ রশিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শাহাবুদ্দিন বাচ্চু। পরিচালনায় ছিলেন এই কমিটির সদস্য সচিব খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিম।প্রধান অতিথির বক্তব্য শেষে পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার রাজশাহী মহানগর জাতীয় পার্টির নতুন সভাপতি হিসেবে শাহাবুদ্দিন বাচ্চু ও সাধারণ সম্পাদক হিসেবে খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিমের নাম ঘোষণা করেন। নতুন সভাপতি-সম্পাদকের পাঠানো নামের ভিত্তিতে পার্টির চেয়ারম্যান পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেবেন বলেও জানান রুহুল আমিন হাওলাদার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat