বান্দরবান সদরে শত্রুতার জেরে একব্যক্তিকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি:-
বান্দরবান সদরের হ্লাপ্পাইমুখ পাড়া এলাকায় শত্রুতার জেরে একব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম থৈয়াইস্যা শৈ মারমা (৪৬)। তিনি সদর ইউনিয়নের হ্লাপ্পাইমুখপাড়া এলাকার থোয়াইনু মারমার জামাতা।আটক দুজন হলেন, হ্লাচিং মারমা (২৮) ও উক্যচিং মারমা (৩২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, থৈয়াইস্যা শৈ মারমা মিয়ানমার থেকে বাংলাদেশে এসে হ্লাপ্পাইমুখপাড়ায় বিয়ে করে বসবাস শুরু করেন। তিনি কবিরাজি করতেন। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে তাঁর শত্রুতা তৈরি হয়। সেই শত্রুতার জেরে আজ সকালে থৈয়াইগ্যা শৈ মারমাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের স্ত্রী ক্যমা অং মারমা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। নিহত ব্যক্তির শ্যালক ক্যথুই মারমা বলেন, ‘আমার বোন জামাতাকে প্রতিবেশী লোকজনরা পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। হত্যার পর তারা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেছে।’ কোনো কারণ ছাড়াই তাঁর দুলাভাইকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।