টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি নিয়ে বিতর্কিত

নিজস্ব প্রতিনিধি:-
টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির শীর্ষপদে অব্যাহতিপ্রাপ্ত শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক, হত্যা মামলার আসামি, পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র ও অপহরণ মামলার আসামি, অছাত্র, সরকারি চাকরিজীবী, আইনজীবী, বয়স্ক এবং বেশ কয়েকজন বিবাহিত স্থান পেয়েছে বলে অভিযোগ উঠেছে।
ছাত্রলীগের এ তালিকা অনুমোদন ও প্রকাশের পর পুরো টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের রাজনীতিতে বইছে নিন্দার ঝড়। সেই সঙ্গে এমন কর্মকাণ্ডের জন্য চরমভাবে ধিক্কার জানাচ্ছেন সাবেক নেতৃবৃন্দ। তারা কমিটি থেকে অভিযুক্তদের দ্রুত বাদ দেয়ার আহ্বান জানিয়েছেন। ১৯ মে কেন্দ্র থেকে মোস্তাফিজুর রহমান সোহেলকে আহ্বায়ক ও তানভীরুল ইসলাম হিমেলকে যুগ্ম-আহবায়ক করে ৫১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। জানা যায়, জেলা ছাত্রলীগের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির বেশিরভাগই নিয়মিত ছাত্র নন। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পদ বঞ্চিতরা। বর্তমান কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেলের বিরুদ্ধে এক শিক্ষককে পেটানোর অভিযোগ রয়েছে। ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। সরকার বাদি ওই মামলায় সে জামিন নিয়ে নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসছে। টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির শীর্ষপদে অব্যাহতিপ্রাপ্ত শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক, হত্যা মামলার আসামি, পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র ও অপহরণ মামলার আসামি, অছাত্র, সরকারি চাকরিজীবী, আইনজীবী, বয়স্ক এবং বেশ কয়েকজন বিবাহিত স্থান পেয়েছে বলে অভিযোগ উঠেছে। ছাত্রলীগের এ তালিকা অনুমোদন ও প্রকাশের পর পুরো টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের রাজনীতিতে বইছে নিন্দার ঝড়। সেই সঙ্গে এমন কর্মকাণ্ডের জন্য চরমভাবে ধিক্কার জানাচ্ছেন সাবেক নেতৃবৃন্দ। তারা কমিটি থেকে অভিযুক্তদের দ্রুত বাদ দেয়ার আহ্বান জানিয়েছেন। ১৯ মে কেন্দ্র থেকে মোস্তাফিজুর রহমান সোহেলকে আহ্বায়ক ও তানভীরুল ইসলাম হিমেলকে যুগ্ম-আহবায়ক করে ৫১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। জানা যায়, জেলা ছাত্রলীগের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির বেশিরভাগই নিয়মিত ছাত্র নন। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পদ বঞ্চিতরা। বর্তমান কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেলের বিরুদ্ধে এক শিক্ষককে পেটানোর অভিযোগ রয়েছে। ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। সরকার বাদি ওই মামলায় সে জামিন নিয়ে নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসছে। এসব বিষয়ে নবগঠিত জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল জানান, বিতর্কিতদের নাম আমরা দেইনি। কিছু সংসদ সদস্য ও দলীয় নেতাদের কাছ থেকে কিছু নাম নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ বর্তমান আহ্বায়ক কমিটির অনুমোদন করেছে। এতে আমাদের কোন হাত নেই। এ ব্যাপারে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগে’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহের ইসলাম জোয়াহের জানান, তারা যে খসড়া কমিটি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জমা দিয়েছিলেন সেখানে কোন সন্ত্রাসী এবং অছাত্রের নাম দেয়া হয়নি। খান পরিবারের পৃষ্টপোষকতায় তারা ঢুকে থাকতে পারে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।