হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিনিধি:-
হাইওয়ে পুলিশের বিভিন্ন থানা বা ফাঁড়ি মহাসড়কের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৫৭০০ পিস ইয়াবা, ৫০ বোতল ফেন্সিডিল, ২ কেজি গাঁজাসহ ৬ জনকে গ্রেফতার করেছে।
এ সময় মাদক বহনের অভিযোগে ১টি মাইক্রোবাস জব্দ করা হয়। হাইওয়ে পুলিশের অপারেশন ও স্পেশাল এ্যাফেয়ার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান জানান, কুমিল্লা রিজিয়নের ময়নামতি হাইওয়ে থানা ১২০০ পিস ইয়াবাসহ রাশেদুল ইসলাম (২৮) ও মনির হোসেন(১৫) কে, ফাজিলপুর হাইওয়ে ফাঁড়ি ২৫০০ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম (৩৩) ও আমেনা খাতুন (৩৪), মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ি একটি মাইক্রোবাস তল্লাশি করে ২০০০ পিস ইয়াবাসহ মাহামুদুল হক (৪০) কে গ্রেফতার করে। এ সময় মাদক বহনের অভিযোগে মাইক্রোবাসটি আটক করা হয়। লাকসাম ক্রসিং হাইওয়ে ফাঁড়ি ২ কেজি গাঁজাসহ কালু মিয়া (৩০) কে গ্রেফতার করে। অন্যদিকে গাজীপুরের খাটিহাতা হাইওয়ে থানা ৫০ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের তিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান জানান।