সবার সঙ্গে আলোচনা করে ভাস্কর্য সরানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি : মওদুদ আহমদ

নিজস্ব প্রতিনিধি:- বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকারের চাপে নয়, সবার সঙ্গে আলাপ-আলোচনা করে ভাস্কর্য সরানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের পঞ্চদশ ও ষোড়শ সংশোধনী বাতিলের উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।ভাস্কর্য সরানো বিষয়ে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রী এমন ভাব দেখাচ্ছে যেনো এই ভাস্কর্য সরানোর বিষয়ে তারা উদ্যোগ নিয়েছে। কিন্তু এ বিষয় আমি আপনাদের জানাতে চাই আমাদের মাননীয় প্রধান বিচারপতি এই ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত তিনি নিজে নিয়েছেন। তিনি সরকারের সিদ্ধান্তে এটা করেননি।’তিনি বলেন, ‘সকলের সঙ্গে পরামর্শ করেই প্রধান বিচারপতি এই ভাস্কর্যটি অপসারণ করেছে।