
নিজস্ব প্রতিনিধি, – সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সিএনবি এলাকায় বাসচাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত আরাফাতও (২২) মারা গেছেন। শুক্রবার দুপুর ১টার দিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।
এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অপারেশন (ওটি) ইনচার্য নাছির আহমেদ আরাফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, তাবলীগ থেকে ক্যাম্পাসে ফেরার পথে শুক্রবার ভোর পাঁচটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিএনবি এলাকায় এই দুর্ঘটনা আরাফাতের সহপাঠি নাজমুল হাসান রানা (২৪) মারা যায়।পুলিশ জানায়, ভোর পাঁচটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান রানা ও মাইক্রোবায়োলজী বিভাগের শিক্ষার্থী আরাফাত সাভারের কলমায় মার্কাস মসজিদ থেকে তাবলিক থেকে অটোরিকশাযোগে ক্যাম্পাসে ফিরছিলেন। অটোরিকশটি সাভারের সিএনবি এলাকায় পৌঁছলে পিছন থেকে একটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়।পরে গুরুতর আহত নাজমুল ও আরাফাতকে স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক নাজমুল হাসান রানাকে মৃত ঘোষণা করেন।