
নিউজ ডেস্ক:-বাংলাদেশের আকাশে শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই নাজাতের বাণী নিয়ে আগামী রোববার থেকে শুরু হবে সিয়াম সাধনার মাস রমজান। শনিবার দিবাগত রাতে সেহেরি খেতে হবে।
শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
সভা শেষে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, শুক্রবার রমজানের চাঁদ দেখা যায়নি। শনিবার শেষ হবে পবিত্র শাবান মাস। আগামী ২২ জুন বৃহস্পতিবার ২৬ রমজান দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে কদর। ২৩ জুন পালিত হবে পবিত্র জুমাতুল বিদা।
ধর্মমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ধর্ম সচিব মো. আবদুল জলিল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মো. আফজাল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান প্রমুখ।