নীলফামারী প্রতিনিধিঃ বাড়ীতে ফেরা হলনা প্রবাসী রফিকুল (৩৮) এর। মর্মান্তিক সড়ক দূর্ঘনায় নিহত হন তিনি। তার সাথে তার ভাগ্নে লোকমান নামের অপর একজনও নিহত হয়েছে।
এ ঘটনায় একই পরিবারের আরও ৬ জন আহত হন। আহতরা হলেন শাহানুর ইসলাম (৬০), রুবেল ইসলাম (২৮), রিয়াদ ইসলাম (৭), সানোয়ার (৫৫), সালমা (১৩) ও সানু। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি নীলফামারীর জলঢাকা পৌর শহরের পেট্টোলপাম্প এলাকার। পুলিশ ও নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা যায়, দুবাই প্রবাসী নিহত রফিকুল দীর্ঘ ৫ বছর পর। দেশে ফিরে এলে তার আত্মীয়রা তাকে ঢাকা এয়ারপোর্ট থেকে মাইক্রোবাস যোগে নিজ গ্রাম ডিমলা উপজেলার সুটিবাড়ী গয়াবাড়ী ইউনিয়নের উদ্দেশ্যে রওনা হয়। পুরো রাস্তায় ঠিক ঠাক আসলেও আজ শুক্রবার ভোরে জলঢাকা পৌর শহরের পেট্টোলপাম্প এলাকায় ডিজিটাল স্কেল ব্রীজের সামনে অবস্থানরত একটি ট্রাকের পিছনে নিয়ন্ত্রন হারিয়ে স্বজরে ধাক্কা দিলে ঘটনাস্থলে ওই ২ জনের মৃত্যু হয়। এ সময় মাইক্রো বাসটি দুমরে মুচরে যায়। তাৎক্ষনিক সংবাদ পেয়ে জলঢাকা ও নীলফামারী থেকে দুটি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে আহতদের জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। দূর্ঘনা কবলিত মাইক্রোবাস (চট্টো মেট্টো চ ১১-২৯৬৬) ও ট্রাকটি (ঢাকা মেট্রো ট ১৬-৭৩৪০) জলঢাকা থানায় নিয়া আসা হয়।