ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৭
  • ১১৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোজা শুরুর হওয়ার একদিন আগে দাম বাড়ল নিত্যপণ্যের
নিজস্ব প্রতিনিধি:- বেশ কয়েকদিন ধরেই বাড়ছিল নিত্যপণ্যের দাম। রোজা শুরুর হওয়ার একদিন আগে তা আরো বেড়েছে। বিশেষ করে বেগুন-শসা, টমেটো, কাঁচামরিচসহ বিভিন্ন সবজির দাম। শুধু সবজিই নয়, এরসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মাছ ও মাংসের দামও। রাজধানীবাসী বলছে, বাজারে আগুন লেগেছে। শনিবার রাজধানীর কয়েকটি  বাজার ঘুরে দেখা গেছে,  রমজানের একদিন আগে ১০ টাকা বেড়ে বর্তমানে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৫০ টাকা, টমেটো প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। গেল সপ্তাহেও এই  টমেটোর দাম ছিল ৩০ থেকে ৪০ টাকা। রোজার অতি প্রয়োজনীয় জিনিস বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। অন্যদিকে কাঁচা মরিচ প্রতিকেজি ৮০ থেকে ১০০ টাকা। গাজরের দাম বেড়েছে দ্বিগুন। প্রতি কেজি গাজর বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। প্রতি হালি লেবু আগের সপ্তাহের তুলনায় দ্বিগুন বেড়ে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লাউ, মিষ্টি কুমড়া, বাঁধাকপি, করলা, কাকরোল, ধুন্দল, মুলা, কাঁচ কলা, কাঁচা পেঁপে, কচুসহ সাধারণ সবজির আগের তুলনায় বেড়েছে প্রায় দ্বিগুণ। সবজির পাশাপাশি মাছ-মাংসের বাজারেও লেগেছে আগুন। কয়েকটি বাজারে ঘুরে দেখা গেছে প্রতি কেজি রুই ও কাতল মাছ ২০ থেকে ৪০ টাকা বেড়ে ৩০০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও পাঙ্গাস ১২০ থেকে ১৫০ টাকা, কই ২৪০ থেকে ৩০০ টাকা, টেংরা ৪০০ থেকে ৬০০ টাকা, শিং ৪৪০ টাকা থেকে ৭০০ টাকায়। মাংসের বাজারে দেখা গেল রমজানে গরুর মাংসের দাম ৪৭৫ টাকা কেজি দরে বিক্রি কথা থাকলেও প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। খাসির মাংস ৭২০ থেকে ৭৮০ টাকা, ফার্মের মুরগি ১৬৫ থেকে ১৭৫ টাকা, মাঝারি আকারের পাকিস্তানি কর্ক মুরগি প্রতি হালি ৬০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও রমজানের অতি দরকারী সামগ্রী ছোলা এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ১০০ টাকার কাছাকাছি পৌঁছে গেছে। এক সপ্তাহ অাগে প্রতি কেজি ছোলা বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ টাকা। যা এখন বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯৫ টাকায়। বাজারে এমন লাগামহীন দামের কারণ হিসেব বেশির ভাগ ক্রেতারা অভিযোগ করেছেন সরকারের নিয়ন্ত্রণ না থাকাকে।  তাদের মতে, বাজারে কোনো প্রকার সরকারি মনিটরিং না থাকায় পাইকারি বাজার থেকে শুরু করে খুচরা বাজারের এই অবস্থা। তবে বিক্রেতাদের দাবি ভিন্ন তারা বলছেন, বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকায় দাম সামান্য বেড়েছে। এছাড়াও রমজানে সময় বেগুন, টমেটো, লেবু, কাঁচামরিচের চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat