
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। শনিবার সকাল ৬টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া রতœাদীঘি নামকস্থানে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন। হতাহত ৬ জনই পিকআপের যাত্রী।
নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, নিহত ৩ জন হলেন নওগাঁ জেলার বদলগাছী উপজেলার আসলাম, মানিক ও আশিক। আহত ২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও ১ জনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে শনিবার বিকেলে লাশ ৩টি স্বজনের কাছে হস্তান্তর করা হয়। এঘটনায় নবাবগঞ্জ থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।