শিক্ষক শ্যামল কান্তির মুক্তির দাবীতে দিনাজপুরে মানববন্ধন

আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:- নারায়নগঞ্জের প্রধান শিক্ষক শ্যামল কান্তির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে শনিবার দিনাজপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষক সমিতি।
শনিবার সকাল ১০টা থেকে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে নারায়নগঞ্জের আলোচিত প্রধান শিক্ষক শ্যামল কান্তির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা শাখা শিক্ষক সমিতি। সমিতির সহ-সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মোঃ মাতলুবুল মামুন, বুনু বিশ্বাস, মোঃ আব্দুল হামিদ, মাসউদ আলম, মোঃ সামিনুর ইসলাম, একেএম ফজলুল হক, লোকমান হাকিম, রতন কুমার, আবুল কালাম আজাদ প্রমুখ।