
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুরে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার বেলা ১২টার সময় হিলি থেকে বগুড়ার উদ্দেশ্যে একটি যাত্রীবাহী বাস রওনা হয়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাসটিকে ঘোড়াঘাট উপজেলার থানা মোড়ে আটক করে তল্লাশী চালায়। এসময় বাসের ড্রাইভারের কেবিনে থাকা ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আটকরা হলেন বাসের ড্রাইভার ফিরোজ, সুপারভাইজার সুকুর আলী এবং হেলপার রাকিবুল হাসান। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় আটক বাসসহ ৩জনের নামে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।