গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে মানহানির মামলা করেছে ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিনিধি:-
প্রধানমন্ত্রীর নামে মানহানিকর স্লোগান দেয়ার অভিযোগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এবং মঞ্চের কর্মী সনাতন উল্লাসসহ অজ্ঞাতনামা মোট ৩০/৩৫ জনের বিরুদ্ধে মানহানির মামলা করেছে ছাত্রলীগ নেতা।
বুধবার দুপুরে চীফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতে মানহানির এ মামলা দায়ের করেন ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী। এই মামলায় বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নোমান হোসাইন তালুকদার। তিনি জানান, বাদির জবানবন্দী গ্রহণ ও যথাযথ শুনানি শেষে বিচারক জনাব মাসুদ জামান (কোর্ট নং- ১৮) মামলাটি আমলে নেন। তিনি আসামীদের প্রতি সমন জারি করেন। আগামী ১৬ জুন আসামীদের সশরীরে হাজির হয়ে অভিযোগ এর জবাব দিতে হবে। আদালতে হাজির হতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হবে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের আইন সম্পাদক আল নাহিয়ান খান জয়, সহ-সম্পাদক মো. কামরুজ্জামান ও শামিম পারভেজ।