
নিজস্ব প্রতিনিধি:-
ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নের কামাইদিয়া গ্রামে ঘরে ঢুকে এক বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জাবেদা বেগম নামের ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গতকাল বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তরা জবেদা বেগমের ঘরে ঢুকে তাঁর মাথায় আঘাত করে পালিয়ে যায়। সকালে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি ওসি। ময়নাতদন্তের পর আরো বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।