
স্পোর্টস ডেস্ক: –ফ্রান্সের জার্সি গায়ে গোলরক্ষক হিসেবে সবচেয়ে বেশী ম্যাচ খেলার ইতিহাস গড়েছেন হুগো লোরিস। শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে ক্যারিয়ারের ৮৮তম ম্যাচ খেলতে নেমে টটেনহ্যামের এই গোলরক্ষক ইতিহাস রচনা করেন। এর মাধ্যমে তিনি বিশ্বকাপ জয়ী গোলরক্ষক ফাবিয়েন বারথেজকে ছাড়িয়ে গেছেন।
২০০৮ সালে উরুগুয়ের বিপক্ষে লেস ব্লুজদের হয়ে অভিষেক হয়েছিল লোরিসের। এরপর থেকে নিজের যোগ্যতা দিয়েই দলের অবিচ্ছেদ্য অংশে পরিণত হন। সম্প্রতি তিনি দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। ফ্রান্সের হয়ে চারটি বড় টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করেছেন ৩০ বছর বয়সী লোরিস। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে কোচ দিদিয়ের দেশ্যামকে আরেকটি শিরোপা উপহার দেবার আশা এখন লোরিসের।
গোলরক্ষক হিসেবে দেশের হয়ে সবচেয়ে বেশী ম্যাচ খেলার কৃতিত্ব অর্জনের পরে লিওর সাবেক এই গোলরক্ষকের সামনে এখন লক্ষ্য ফ্রান্সের হয়ে সর্বকালের সর্বোচ্চ ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করা। ১৪২ ম্যাচ খেলে এই তালিকায় প্রথম স্থান অর্জন করে আছেন লিলিয়ান থুরাম। বাসস।