কাশ্মীরে ফের জঙ্গিরা হামলা নিহত ২ সেনা,আহত ৪ সেনা

আন্তর্জাতিক ডেস্ক:-কাশ্মীরে সেনাবাহিনীর গাড়ি লক্ষ করে ফের হামলা চালিয়েছে জঙ্গিরা। শনিবার সকালে নিয়মিত টহল দিয়ে ফেরার সময় সেনাবাহিনীর একটি গাড়িতে গ্রেনেড ছুড়ে জঙ্গিরা।
কয়েকটি ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, অনন্তনাগের কাছে এই হামলায় মারা গেছে ২ সেনা জওয়ান। এছাড়া আহত হয়েছে আরো চার সেনা। তাদের মধ্যে দুয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
আহত জওয়ানদের স্থানীয় সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার পরেই ওই এলাকায় পৌঁছায় সেনাবাহিনীর বিশেষ একটি দল। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। যদিও এই হামলার দায় এখনও পর্যন্ত কোনো জঙ্গি সংগঠনই স্বীকার করেনি।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পাকিস্তান মদদপুষ্ট জঙ্গিরাই এই কাজ ঘটিয়েছে। সেনাবাহিনীর বরাতে জানানো হয়েছে, জঙ্গিরা গ্রেনেড হামলা চালানোর পর এলোপাথাড়ি গুলিও ছুড়তে থাকে। পাশাপাশি, শুক্রবার রাত থেকে জম্মু-কাশ্মীরের কৃষ্ণঘাঁটি সেক্টরে সেনা ও জঙ্গিদের মধ্যে গুলি এবং সংঘর্ষ চলছে। টাইমস অব ইন্ডিয়া।