ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৪
  • ৫০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রিয়ালের শিরোপা উৎসব
স্পোর্টস ডেস্ক:- ক্রিস্টিয়ানো রোনালদো-গ্যারেথ বেলের দুর্দান্ত ফর্মের সামনে নিজেদের রক্ষণভাগ কতক্ষণ সামলে রাখতে পারবে জুভেন্টাস, ম্যাচ শুরুর আগে এটাই ছিল মিলিয়ন ডলারের প্রশ্ন। না, বেল-বেনজেমাদের আটকাতে পারলেও রোনালদোকে আটকাতে পারেনি জুভেন্টাস। পর্তুগিজ তারকার জোড়া গোলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলল রিয়াল মাদ্রিদ। ১৯৯৩ সালে নতুন নামে ইউরোপ-সেরার প্রতিযোগিতা শুরু হওয়ার পর এই প্রথম টানা দুবার কোনো দল এই শিরোপা জিতল। ইংল্যান্ডের কার্ডিফে অনুষ্ঠিত ফাইনালে ৪-১ গোলে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্তাসকে হারাল স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ইতিহাস গড়ার ম্যাচে জোড়া গোল করেন রোনালদো। এ ছাড়া কাসেমিরো ও মার্কো আসেনসিও একটি করে গোল করে শিরোপা জয়ে দারুণ অবদান রাখেন। লা লিগা জয়ের পর এমনিতেই দারুণ উজ্জীবিত ছিল রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। পুরো মৌসুমে দারুণ ছন্দে ছিলেন রোনালদো-রামোসরা। লক্ষ্য ছিল ডাবল জেতা। আর সেটা খুব সহজেই করে ফেললেন জিদানের শিষ্যরা। ইউরোপ-সেরার আসরে এটি রিয়ালের ১২তম শিরোপা। গত চার বছরে তিনবার ইউরোপ-সেরার মুকুট উঠল রিয়াল মাদ্রিদের ঘরে। কার্ডিফের মিলেনিয়াম স্টেডিয়ামে খেলার ২০তম মিনিটে সব হিসাব-নিকাশ উল্টে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। দারুণ এক গোল করে বসেন এই রিয়াল সুপারস্টার। সমতায় ফিরতে সাত মিনিট সময় নেয় জুভরা। দারুণ এক গোলে দলকে সমতায় ফেরান মারিও মানজুকিচ। বিরতির পর তিন গোল করে শিরোপা নিজেদের করে নেয় রোনালদো। পুরো টুর্নামেন্টে জুভেন্টাস গোলরক্ষক বুফন কেবল তিনটি গোল হজম করেছেন। সেই বুফনকে কীভাবে ফাঁকি দেবেন রোনালদো! ফাইনাল ম্যাচটার আগে এ নিয়ে হাজার দিস্তা কাগজ খরচ করেছেন পণ্ডিতরা। তবে সবাইকে অবাক করে দিয়ে ম্যাচের শুরু থেকেই আক্রমণে ওঠে জুভেন্টাস। চতুর্থ মিনিটে গঞ্জালো হিগুয়েইনের দারুণ শট রুখে দেন রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস। খানিক বাদে মিরালেম পিজানিকের বুলেট গতির শটও ঠেকিয়ে দেন তিনি। নিজেদের গুছিয়ে আক্রমণ করে রিয়াল মাদ্রিদও। তবে প্রথম সংঘবদ্ধ আক্রমণেই গোলের দেখা পায় মাদ্রিদের দলটি। দানি কারভাজালের পাসে বল পেয়ে বুফনের প্রতিরোধ ভেঙে দেন রোনালদো। রিয়াল দর্শকের আনন্দের রেশ না কাটতেই ২৭তম মিনিটে জুভেন্টাসকে সমতায় ফেরান মারিও মানজুকিচ। সান্দ্রোর ক্রস থেকে বল পেয়ে মানজুকিচের দিকে বাড়ান হিগুয়েইন। বুক দিয়ে বলের নিয়ন্ত্রণ নিয়েই অসাধারণ কিক করেন এই ফরোয়ার্ড। আর তাতেই পরাস্ত হন নাভাস। এই অর্ধে রিয়াল আরো বেশ কয়েকবার আক্রমণ করলেও গোল পায়নি দলটি। ১-১ গোলেই প্রথমার্ধটা শেষ হয়। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ৩০ গজ দূর থেকে নেওয়া কাসেমিরোর শট রিয়াল মাদ্রিদকে আবার এগিয়ে দেয়। এর তিন মিনিট পর আবার এগিয়ে যায় জিদানের দল। এবার গোল করেন রোনালদো। জুভেন্টাসের রক্ষণভাগের ভুলে বল পেয়ে যান লুকা মডরিচ। রোনালদোর উদ্দেশে বল বাড়ান তিনি। গোল করতে মোটেও ভুল করেননি রোনালদো। এই গোলেই মূলত ম্যাচ থেকে ছিটকে পড়ে জুভেন্টাস। ৮৪ মিনিটে হুয়ার কুয়াদ্রাদো বেলো লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় জুভেন্টান। এই সুযোগে ব্যবধানটা ৪-১ করেন মার্কো আসেনসিও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat