
নিজস্ব প্রতিনিধি:-
দেশ থেকে অত্যাচার ও অত্যাচারী বিদায় নেবে উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ২০১৮ সাল হবে জনগণের বছর।আজ মঙ্গলবার রাজধানীতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আয়োজিত ইফতার মাহফিলে এই মন্তব্য করেন খালেদা জিয়া।
রাজনীতিকদের সম্মানে মঙ্গলবার ইফতারের আয়োজন করে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক এলডিপি। ইফতারের আগে দেওয়া বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরে সরকারের সমালোচনা করেন। প্রতিনিয়ত গুম-খুন চলছে। আর মেয়েদের, নারী নির্যাতন এত বেড়ে গেছে সারা বাংলাদেশে, মহিলারা কেউ আজকে নিরাপদ নয়। কী ঘরে, কী বাইরে, শিশুরা পর্যন্ত নিরাপদ নয়’, বলেন খালেদা জিয়া।‘ইনশাল্লাহ ২০১৮ সাল হবে জনগণের বছর, আমরা বিশ্বাস করি। ২০১৮ সাল দেশের জনগণের মানুষের, জনগণের বছর হবে এবং দেশ থেকে সব জুলুম-অত্যাচার, অত্যাচারী বিদায় নেবে’, যোগ করেন বিএনপির চেয়ারপারসন। সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণ করছে বলে সাধারণ মানুষ ন্যায়বিচার পাচ্ছে না বলেও অভিযোগ করেন খালেদা জিয়া।