রাজধানীর খিলক্ষেত এ ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিনিধি:-
রাজধানীর খিলক্ষেত রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরনে ছিল লাল রঙের ফুলহাতা শার্ট ও নীল চেক লুঙ্গি।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রেলক্রসিংয়ের উত্তর পাশে বনরূপা কবরস্থানসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপপরিদর্শক মো. রবিউল্লাহ জানান, কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলেও জানান মো. রবিউল্লাহ।