ভবানীপুরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত

নিজস্ব প্রতিনিধি: – সাভারে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ইসমাইল নামের (৩৩) এক সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় বিরুলিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই তারিকুলসহ চার পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। শুক্রবার ভোররাতে বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন- সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই তারিকুল (৩২) এএসআই মহসিন (২৫) কনস্টেবল বাবুল (২২) ও কনস্টেবল শামিম (২৩)। তাদের সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী জানায়, ভোররাতে সাভার মডেল থানা পুলিশের একটি দল বিরুলিয়ার ভবানীপুর গ্রামে একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী আল-আমিনকে ধরতে তার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আল-আমিন ও তার সহযোগী ইসমাইল পুলিশের উপর হামলা করে। পুলিশও পাল্টা গুলি চালালে ইসমাইল গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর ইসমাইল মারা যান।এদিকে পুলিশের হাত থেকে হ্যানকাপ পড়া অবস্থায় শীর্ষ সন্ত্রাসী আল-আমিন পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে। এ সময় আল আমিনের শ্বশুর বিরুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য অজল হকসহ চারজনকে আটক করে পুলিশ।বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, একাধিক মামলার আসামি সন্ত্রাসী আল-আমিনকে ধরতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।