
স্পোর্টস ডেস্ক :-
সাকিব- মাহমুদুল্লাহর জোড়া শতকে আবারো কার্ডিফ স্মৃতি ফিরিয়ে আনলো বাংলাদেশ। মাস্ট উইন ম্যাচে নিউজিল্যান্ডকে হারালো ৫ উইকেটে। সাকিব করেন ১১৪ এবং মাহমুদুল্লাহ ১০২
মাঝারি টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তামিম শূন্য, সৌম্য ৩, সাব্বির ৮ এবং মুশফিক করেন ১৪ রান। তবে, হাল ধরেন সাকিব ও মাহমুদুল্লাহ। যেকোন উইকেটে রেকর্ড জুটি গড়েন তারা। সেঞ্চুরি করেছেন সাকিব ও মাহমুদুল্লাহ। এর আগে টস জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। অষ্টম ওভারে ব্রেক থ্রু দেন তাসকিন। ১৬ রান কোরে ফেরেন লুক রংকি। বিপজ্জনক গাপটিলকে ৩৩ রানে আউট করেন রুবেল। উইলিয়ামসন ও টেইলের জুটি নিউজিল্যান্ডকে বড় সংগ্রহের পথে রাখে। ৫৭ কোরে রান আউটে কাটা পড়েন উইলিয়ামসন। টেইলর করেন ৬৩ রান। এরপর দ্রুত তিন উইকেট তুলে নিয়ে রানের গতি কমিয়ে আনেন মোসাদ্দেক। ২৪ রান তুলতে ৪ উইকেট হারানোয় ২৬৫তে থামে নিউজিল্যান্ড।