অগ্রহণযোগ্য কাউকে আগামী নির্বাচনে মনোনয়ন দেবে না : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিনিধি:-
জনগণের কাছে অগ্রহণযোগ্য কাউকে আগামী নির্বাচনে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কুমিল্লার পদুয়ার বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন ঈদে মানুষের ভোগান্তি কমাতে তিন দিন আগে থেকেই হাইওয়েতে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে ওষুধ, গার্মেন্টস ও পচনশীল পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে। সড়কে চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্টদের তৎপর হওয়ার নির্দেশ দেন ওবায়দুল কাদের।