
স্পোর্টস ডেস্ক:-
চ্যাম্পিয়নস ট্রফিতে আজ অস্ট্রেলিয়ার ডু অর ডাই ম্যাচ। সেমিতে যেতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই অজিদের। খেলা শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।
প্রথম দুই ম্যাচে স্মিথদের অভিজ্ঞতা অম্ল-মধুর। প্রথম ম্যাচে ব্যাকফুটে থাকা অজিদের রক্ষা করে বৃষ্টি। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হতাশ হতে হয়েছে বৃষ্টির কারণেই। দুই পরিত্যক্ত ম্যাচ থেকে দুই পয়েন্ট অস্ট্রেলিয়ার। অন্যদিকে টানা দুই জয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। আজ হারলে আসর থেকে বিদায় নিতে হবে অস্ট্রেলিয়াকে। এমনকি বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও সেমিতে যাওয়া হবে না সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের।