
নিজস্ব প্রতিনিধি:-
কুষ্টিয়ার দৌলতপুরের মাঠপাড়া থেকে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সবাই চিহ্নিত ডাকাত বলে দাবি পুলিশের। শুক্রবার দিবাগত রাতে উপজেলার প্রাগপুর মাঠপাড়া থেকে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ দারা খান জানান, মাঠাপাড়ায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে পুলিশের কাছে খবর আসে। এই খবরের ভিত্তিতে তাঁরা সেখানে অভিযান চালান। এ সময় দেশি অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি দেশি একনলা বন্দুক, পাঁচটি ককটেল, দুই রাউন্ড বন্দুকের কার্তুজ ও তিনটি ধারালো রামদা উদ্ধার করা হয়। গ্রেপ্তার পাঁচ ব্যক্তি হলেন দৌলতপুর উপজেলার দাড়েরপাড়া গ্রামের সমিন (২৮), একই উপজেলার দৌলতখালী মধ্যপাড়ার মিরাজুল (৩৫), গরুরা গ্রামের সামিরুল (৩০), মুন্সীগঞ্জের জুবেল (২৫) ও দৌলতখালী গ্রামের জাহারুল (৩২)। এঁরা সবাই চিহ্ণিত ডাকাত উল্লেখ করে ওসি বলেন, এঁদের বিরুদ্ধে দৌলতপুরসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ আরো কয়েকটি মামলা রয়েছে।