শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে চার কেজি সোনা জব্দ

নিজস্ব প্রতিনিধি:-
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০টি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। জব্দ করা সোনার বারগুলোর ওজন ৪ দশমিক ৬৬ কেজি বলে জানানো হয়েছে। এর দাম প্রায় দুই কোটি ৩৩ লাখ টাকা।
গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে দুবাই থেকে আসা একটি বিমান থেকে ওই সোনার বারগুলো জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে দুবাই থেকে আসা বিমান (EK584) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল পুরো বিমান তল্লাশি করে। তল্লাশির একপর্যায়ে বিমানের ইকোনমি ক্লাসের সিটের জন্য রক্ষিত ট্রে-টেবিলের সামনের সিট কভারের ভেতর থেকে কালো টেপ দিয়ে মোড়ানো ৪০টি সোনার বার উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা অধিদপ্তর আরো জানায়, সোনার বারগুলো উদ্ধারের সময় কাউকে আটক করা যায়নি। কারণ, ওই সিটে কোনো যাত্রী ছিল না। এয়ারলাইন্স কর্তৃপক্ষের সহায়তায় এর সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে।