পাহাড়ধসে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন স্পিকার। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি। পাহাড়ধসের পর উদ্ধারকাজ করতে গিয়ে নিহত সেনাসদস্যদের জন্যও শোক প্রকাশ করেছে সংসদ। এ ছাড়া পাহাড়ধসে আহত ব্যক্তিদের প্রতি জাতীয় সংসদ সমবেদনা জানিয়েছে। তাঁদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড়ধসে অন্তত ১৩০ জনের মৃত্যু হয়েছে। গত সোমবার মধ্যরাত ও গতকাল মঙ্গলবার ভোরে পাহাড়ধসে তাঁরা মারা যান। প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।