
নিজস্ব প্রতিনিধি:-
জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী ২২ জুন দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আকতারুজ্জামানের আদালত এই দিন ঠিক করেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন অর রশীদকে আজ আংশিক জেরা করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী আবদুর রেজ্জাক খান। আইনজীবী আবদুর রেজ্জাক খান অসুস্থ থাকায় আংশিক জেরার পর সময়ের আবেদন করেন। এ ছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি হাইকোর্টে বিচারাধীন থাকায় খালেদা জিয়ার আত্মপক্ষ শুনানি পেছানোর জন্য সময় আবেদন করা হয়। দুই মামলায় সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য আদালত এই দিন ধার্য করেন। এর আগে আজ দুপুর পৌনে ১২টার দিকে খালেদা জিয়া আদালতে পৌঁছান। পুরান ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আকতারুজ্জামানের আদালতে মামলা দুটির বিচারকাজ চলছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত বছর ১ ডিসেম্বর খালেদা জিয়া আত্মপক্ষ শুনানি করেন। আত্মপক্ষ শুনানিতে তিনি নিজেকে সম্পূর্ণভাবে নির্দোষ দাবি করেন। এরপর তিনি আদালতে একটি লিখিত বক্তব্য দেন। ওই দিন তাঁর বক্তব্য শেষ হয়নি। জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় আরো একটি মামলা করে দুদক। এ ছাড়া ২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুর্নীতির অভিযোগে এ মামলা করেছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক হারুনুর রশিদ।