রাজধানীর চকবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চকবাজারের ইসলামবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন আমেনা বেগম (৬৫), তাঁর পুত্রবধূ শিরিন আক্তার (৩০) ও শিরিনের মেয়ে আফরিন (৭)। শিরিনের স্বামী বাচ্চু মিয়া জানান, তাঁদের বাসা ৭০/১২ পশ্চিম ইসলামবাগে। বাড়িটি সেমিপাকা দোতলা। সকালে বাসায় পরিবারের সাত-আটজন সদস্য ছিলেন। হঠাৎ তাঁরা দেখতে পান, ঘর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েছে। তখন সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে গিয়ে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন। আহতদের উদ্ধার করতে গিয়ে বাচ্চু মিয়া ও গৃহকর্মী কুলসুম বেগম আহত হন।