
নিজস্ব প্রতিনিধি:-
তীব্র যানজটে পড়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু জাতীয় মহাসড়ক। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ঈদে ঘরমুখো মানুষ। মহাসড়ক দিয়ে ঢাকার দিকে হালকা যানবাহন চলছে। তবে টাঙ্গাইলের দিকে রবিবার রাত থেকে যানবাহন থমকে আছে।
সোমবার সকাল নাগাদ মহাসড়কের গাজীপুর কোনাবাড়ি থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার যানজট লক্ষ্য করা গেছে। দেড় ঘণ্টার পথ পারি দিতে সময় লাগছে ১০-১৫ ঘণ্টা। গত কয়েকদিনের ধারাবাহিকতায় ভোগান্তি আরো চরম আকার ধারণ করছে। ঢাকা থেকে রাজশাহীগামী এক যাত্রী বলেন, রাত ১২টায় গাবতলী থেকে বাসে উঠেছি এখন সকাল ৮টা অথচ বঙ্গবন্ধু সেতু পার হতে পারলাম না। রাস্তায় কি কারণে এবং কোথায় যানজট বেশি পেয়েছেন জিজ্ঞাসা করলে তিনি আরো বলেন অধিকাংশ স্থানে যানজট প্রশাসনিক অব্যবস্থাপনার জন্য। সালনা হাইওয়ে থানার ওসি মো. হোসেন সরকার জানান, ভোগান্তি এড়াতে কর্মজীবীদের পরিবারের লোকজন আগেভাগেই বাড়ি ফিরছেন। ফলে মহাসড়কে গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে। বৃষ্টিতে ভিজেও হাইওয়ে পুলিশ মানুষকে ভোগান্তি থেকে স্বস্তি দিতে মহাসড়কে যানজট নিরসনে কাজ করছে বলে জানান তিনি। গোড়াই হাইওয়ে ওসি খলিলুর রহমান সোমবার সকাল পৌনে ১১টার দিকে জানান, ‘রাত থেকে বৃষ্টি হচ্ছিল। এ কারণে মহাসড়কে যানবাহনের গতি খুবই কম ছিল। তবে এখন মহাসড়কে যানজট অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। ধিরে ধিরে যানবাহন চলছে। অতিরিক্ত গাড়ির চাপ ও বৃষ্টিতে সকালে যনজট সৃষ্টি হয় বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।