লন্ডনে তারাবির নামাজের মুসল্লিদের ওপর গাড়ি চাপায় একজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক:-
লন্ডনে তারাবির নামাজের মুসল্লিদের ওপর গাড়ি চাপায় অন্তত একজন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন। ফিনসবারি পার্কের একটি মসজিদের পাশে এ ঘটনা ঘটে। আটক করা হয়েছে একজনকে। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলেছেন প্রধানমন্ত্রী টেরিজা মে। ডেকেছেন জরুরি বৈঠক।
লন্ডন ব্রিজ হামলার পনেরো দিন পার না হতেই রক্তাক্ত ফিন্সবারি পার্ক। এবার হামলার শিকার মুসলমানরা। সেভেন সিস্টার্স রোডে তারাবির নামাজ শেষে ফিরছিলেন মুসল্লিরা। আচমকা তাদের দিকে ধেয়ে আসে একটি গাড়ি। গাড়িতে অন্তত তিন জন ছিল। পুলিশ আসার আগেই এলাকার মানুষ চালককে আটক করে। দুজন পালিয়ে যায়। ৪৮ বছর বয়সী ঘাতককে পুলিশে সোপর্দ করা হয়েছে। মুসলিম কাউন্সিল অব ব্রিটেন দাবি করেছে, ইচ্ছা করেই নিরীহ মানুষদের ওপর গাড়ি তুলে দেয়া হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী জানান,সোজা চলে যাচ্ছিল ভ্যানটি। ঠিক যখন মসজিদ থেকে মুসল্লিরা বের হয়ে এলো, গতি বাড়িয়ে তাদের ওপর তুলে দেয়া হয়। অনেক মানুষ মারাই ছিল তাদের উদ্দেশ্য। হামলার পরপরই এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। এর আগেও ফিন্সবারি পার্কের এই মসজিদের সামনে হামলা হয়েছিল।