
নিজস্ব প্রতিনিধি:-
প্রতি বছরই ঈদ উপলক্ষে নিত্য নতুন পোশাক কিনতে হাজার হাজার বাংলাদেশি মানুষ ছুটছেন প্রতিবেশী দেশ ভারতে। প্রতিদিনই দেশের বিপুল পরিমাণ মানুষ শপিং করার উদ্দেশে যাচ্ছেন কলকাতার বিভিন্ন মার্কেটে। আর এ কারণে বেনাপোল বন্দর দিয়ে বাড়তে শুরু করেছে ভারত যাতায়াতকারীদের।
শ্চিমবঙ্গভিত্তিক ওয়ান ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়, বাংলাদেশ থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ আসছেন ভারতে। বিশেষ করে কলকাতায়। ভারতে ঈদের শপিং করছেন তারা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের বাজারে এখন ভারতীয় পোশাকে সয়লাব। তা সত্ত্বেও সে দেশের নাগরিকদের ফেভারিট শপিং ডেস্টিনেশন এখনো ভারতই। এবার ঈদের কেনাকাটায় দেড় লাখেরও বেশি বাংলাদেশর ভারতে যাওয়ার কথা রয়েছে। এতে বলা হয়, ভারতীয় হাই-কমিশন গত বছরে অতিরিক্ত ১ লাখ ভিসা দিয়েছিল। গত বছরের চেয়ে এবার আরো বেশি মানুষ কেনাকাটা করতে আসবেন বলে জানা গিয়েছে। বাংলাদেশি সাংবাদিক মিজানুর রহমান সোহেল ভারত থেকে ঈদের কেনাকাটা করেছেন। তিনি জানান, “কলকাতার নিউমার্কেট এলাকাসহ আশপাশের মার্কেটগুলোতে বাংলাদেশি ক্রেতাদের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে। এখন প্রতিদিন গড়ে প্রায় পঁচিশ হাজার বাংলাদেশী ক্রেতা আসছেন শুধু নিউ মার্কেট চত্বরে। সংখ্যাটা দেড় লাখ থেকে দু’লাখ ছাড়িয়ে যেতে পারে। এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন মনে করেন, কেনাকাটা করতে অন্য দেশে যাওয়া তখনই বন্ধ হবে, যখন দেশেই মানসম্মত পণ্য পাওয়া যাবে প্রতিযোগিতামূলক দামে। এমন অনেক পণ্য হয়ত আছে যেগুলো বাংলাদেশে পাওয়া যায় না। দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ চলে গেলেও কিছুই করার নেই।