ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জন বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০১৭-০৬-২০
  • ৪৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঈদের আগে চুল কাটা ও রং করা
এস.আর.শামিমা :-  ঈদের আগে চেহারা, সাজপোশাকে ভিন্নতা আনতে চান অনেকেই। চুল কাটা ও রং করা এ ক্ষেত্রে বেশ ভালো ভূমিকা রাখে। তবে হালফ্যাশনে নিজেকে সাজানোর আগে খোঁজখবর নেওয়া উচিত। সৌন্দর্যসেবা কেন্দ্রে গিয়ে সব খোঁজখবর নিতে হবে, এমনটা নয়। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ঢুঁ মারলেই বুঝে যাবেন—ফ্যাশনে কী চলছে। চুলে রং করার চলতি ধারাগুলোও বুঝতে পারবেন এর মধ্যেই। সেখানে থেকে বেছে নিতে পারবেন ইচ্ছেমতো। তবে সবার আগে অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নেওয়া জরুরি। ১. চলতি গতানুগতিক ধারার বাইরে কিছু করাতে চাইলে অনেক সময় সৌন্দর্যসেবা কেন্দ্রগুলো বুঝতে পারে না। সে ক্ষেত্রে ছবি নিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে। ২. রং করানোর আগে-পরে চুলে শ্যাম্পু না করাই ভালো। এতে করে চুলের প্রাকৃতিক তেল চলে যায়। এই তেল আবার রং করানোর সময় মাথার ত্বককে সুরক্ষা দেয়। ৩. ২৪ ঘণ্টা আগে চুলে মাস্ক ব্যবহার করতে পারেন, চুলে প্রয়োজনীয় ময়েশ্চারাইজার পৌঁছে দেওয়ার জন্য। ৪. চুলে কোন রং করাবেন, সেটা বুঝতে না পারলে গাঢ় রং করে ফেলুন। হালকা রং অনেক সময়ই হিতে বিপরীত ফলাফল নিয়ে আসে। হালকা রং আনার জন্য অনেক সময়ই ব্লিচ ব্যবহার করা হয়। শুষ্ক চুলের অধিকারীদের চুল আরও শুষ্ক হয়ে যায়। ৫. চুলে রং করানোর সময় বিভিন্ন রকম পদ্ধতি ব্যবহার করা হয়। রং করা চুলের যত্ন নিতে হয় বেশ যত্ন করেই। না হলে চুল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা শতভাগ। ৬. দৈনন্দিন জীবনে এই দেখভাল ঠিকমতো করতে পারবেন কি না, সেটা বুঝে নিন। রূপবিশেষজ্ঞকে আগেভাগেই জানিয়ে দিন আপনার পেশা, দৈনন্দিন রুটিন। ৭. গ্লোবাল হেয়ার কালার করালে নিয়মিত চুলের গোড়ায় টাচআপ করাতে হবে। অন্যদিকে, ওমব্রে স্টাইলে করা চুলে একটু কম দেখভালও খুব একটা অসুবিধা হবে না। ৮. রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন বলেন, ‘চুলে এখন উজ্জ্বল রং করাচ্ছেন অনেকেই। অনেকে চার-পাঁচটা রং বেছে নিচ্ছেন, অনেকে আবার তিনটি রং। বাদামি, মেহগনি, ব্লন্ড রংগুলো বেশি দিন টেকে। বাকি রংগুলো ১৫ থেকে ২০ ধোয়ার পর ধীরে ধীরে হালকা হয়ে যায়।’ ৯. চুল রং করানোর ৪৮ ঘণ্টা পরে শ্যাম্পু করুন। এতে রংটা চুলে কিছুটা স্থায়ী হওয়ার সময়ও পায়। অবশ্য এই তথ্যটা নিয়ে বিতর্কও আছে। কারণ, অনেকে মনে করেন, চুলে রং করানোর কয়েক সপ্তাহ পর এমনিতেই তা হালকা হয়ে যেতে থাকে, পানির মধ্যে থাকা বিভিন্ন উপাদানের কারণে। ১০. সপ্তাহে এক দিন চুলের পরিচর্যা করুন ভালোভাবে। বাড়িতে বা সৌন্দর্যসেবা কেন্দ্রে গিয়ে ডিপ কন্ডিশনিং করুন, প্যাক লাগান ইত্যাদি। এতে করে চুলের রঙের সুরক্ষার পাশাপাশি চুলের ময়েশ্চারাইজারও ঠিকঠাক থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat