বিএসএফের গুলিতে নিহত সোহেল ও হারুনের লাশ এখনো ফেরত দেয়নি

নিজস্ব প্রতিনিধি:- ঝিনাইদহের মহেশপুরের খোশালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত সোহেল ও হারুনের লাশ এখনো ফেরত দেয়নি। আজ বুধবার সকাল ১০টায় সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী তাদের লাশ ফেরত দেয়নি বিএসএফ।
৫৮ বিজিবির সিও লেঃ কর্নেল জিল্লুর রহমান জানান, ‘ইতোমধ্যে পত্র দেয়া হয়েছে এবং ব্যাটালিয়ন পর্যায়ে একটি পতাকা বৈঠক মঙ্গলবার রাতে হয়েছে। আরো একটি বৈঠক বুধবার হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের নদীয়া জেলার হাসখালি থানার কুমারি ক্যাম্পের বিএসএফ সদস্যরা মরদেহ দুইটি নিয়ে গেছে।’
এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে মহেশপুর উপজেলার খোসালপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে সোহেল রানা ও হারুন-অর রশিদ নামে দুইজন নিহত হন।
ভারতের কুমারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করলে তারা ঘটনাস্থলেই মারা যান। নিহত সোহেল খোশালপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে ও হারুন শ্যামপুর গ্রামের কাউসার আলীর ছেলে।