
আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি :-দিনাজপুরে বাস চাপায় নিহত হলেন এক যাত্রী। বুধবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে বাসের জন্য অপেক্ষমান যাত্রী রুবেল ইসলামকে এসপি পরিবহনের বাস পিছন থেকে চাপা দিলে গুরুতর আহত অবস্থায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পর রুবেল মারা যায়। নিহত রুবেল শহরের রাজাপাড়া ঘাটের মন্টু মিয়ার পুত্র। ময়না তদন্ত শেষে লাশ দুপুরে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে এঘটনায় কোতয়ালী থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।