ধোনির ‘এ’ গ্রেডের চুক্তিতে থাকা ভারতীয় ক্রিকেটের জন্য ভালো সংকেত নয়

স্পোর্টস ডেস্ক:-মুদ্রার ওপিঠটা ভালোভাবেই দেখছেন মহেন্দ্র সিং ধোনি। ফর্ম ও অধিনায়কত্ব হারানোর সঙ্গে এখন সমালোচনাও এই ক্রিকেটারের নিত্যসঙ্গী। একটা সময় ধোনির প্রশংসায় যাদের মুখে ফেনা উঠত, এখন তাঁরাও ভারতীয় দলের সাবেক অধিনায়কের সমালোচনা করছেন। যেমন রমিজ রাজা। একটা সময় ধোনিকে ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটসম্যান ও অধিনায়ক মনে করা রমিজ এখন ধোনির চুক্তিতে থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার প্রশ্ন তুলেছেন, টেস্ট থেকে অবসর নেওয়ার পরেও ধোনি কেন ‘এ’ গ্রেডধারী ক্রিকেটারের সম্মান পাচ্ছেন। ২০১৪ সালে ডিসেম্বরে টেস্ট থেকে অবসর নিলেও ধোনি অবশ্য এখনো ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলছেন। তবে টেস্ট থেকে অবসর নিলেও এখনো কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ গ্রেডে রয়েছেন এই ক্রিকেটার। রমিজের আপত্তি এখানেই। টেস্ট না খেলে কেবল টি-টোয়েন্টি ওয়ানডে খেলা ধোনি কীভাবে এখনো ‘এ’ ক্যাটাগরিতে থাকেন? এই বিষয়ে জনপ্রিয় এই ধারাভাষ্যকার বলেন, ‘টেস্ট ক্রিকেটের মর্যাদাকে যথাযথ সম্মান দেওয়া উচিত। বিশেষ করে এশিয়ার দেশগুলোকে। যেমন দেখুন, ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েও ‘এ’ ক্যাটাগরির চুক্তি সুবিধা ভোগ করছেন। শহীদ আফ্রিদিও টেস্ট থেকে অবসরের পর পিসিবির চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন।’এর আগে দেশটির সুপ্রিম কোর্ট নিযুক্ত বিসিসিআইয়ের সাবেক প্রশাসক রামচন্দ্র গুহও ধোনির চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এক বার্তায় তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে তারকাখ্যাতি ভারতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে একটা বড় প্রভাব ফেলে। আমি মহেন্দ্র সিং ধোনির কথা বলছি। টেস্ট ম্যাচ না খেলেও ধোনির ‘এ’ গ্রেডের চুক্তিতে থাকা কিন্তু মোটেও ভারতীয় ক্রিকেটের জন্য ভালো কোনো সংকেত নয়।”টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বেশ শঙ্কিত সাবেক এই ক্রিকেটার। তিনি মনে করেন, আইসিসি যদি টেস্টের জন্য আলাদা কোনো পরিকল্পনা না করে তাহলে দর্শক ও জৌলুস দুটোই হারাবে ক্রিকেট। রমিজ রাজা টেস্টের জন্য আলাদা সময় বরাদ্দের সুপারিশ করেছেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, আইসিসির উচিত কেবল টেস্ট ক্রিকেটের জন্যই বছরের একটা সময় বরাদ্দ রাখা। তা হতে পারে দুই মাস। এই সময়টাতে শুধু টেস্ট ম্যাচই খেলবে ক্রিকেটাররা। এই সময়টাতে যেন অন্য কোনো টুর্নামেন্ট বা সিরিজ না হয় সেটাও নিশ্চিত করতে হবে।’